বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভাসানী ছাড়া বাংলাদেশের ইতিহাস অপূর্ণাঙ্গ’

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৫

মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪০ তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত দত্ত স্মৃতি পাঠাগারে আলোচনা সভা হয় ।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছাড়া বাংলাদেশের ইতিহাস অপূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের সভাপতি।

ভাসানীর ১৪০ তম জন্মদিন উপলক্ষে শনিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া ভাসানী চর্চা কেন্দ্রের উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত দত্ত স্মৃতি পাঠাগারে এ আলোচনা সভা হয় ।

এতে সভাপতিত্ব করেন ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক সাংবাদিক আবদুন নূর। তিনি আরও বলেন, ইতিহাসে যার যেটুকু প্রাপ্য, তা তাকে দিতেই হবে।

তিনি আরও বলেন, সব ধরনের শোষণ, নির্যাতনের বিরুদ্ধে মওলানা ভাসানী ছিলেন আজীবন আপসহীন। বৈষম্যহীন সমতাভিত্তিক অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে ভাসানী সব সময়ই পথের দিশারী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহাম্মদ তফছির, জেলা জাসদের সভাপতি আকতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা জেএসডির সাধারণ সম্পাদক তৈমুর রেজা মো. শাহজাদ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাসদ নেতা হোসাইন আহাম্মদ তফছির বলেন, ’৭২-এর সংবিধানে সন্নেবেশিত চার মূলনীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে মৌলবাদী গোষ্ঠী এ ধরনের আস্ফালন দেখাতে সাহস পেত না।

ভাসানীর জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া গ্রামে। কৃষক-শ্রমিক আন্দোলনের পুরোধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমির অন্যতম এই অগ্রনায়ক মারা যান ১৯৭৬ সালের ১৭ নভেম্বর। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

এ বিভাগের আরো খবর