মৌলভাবাজারের মনু নদীতে চলছে তিন দিনের মাছ ধরা উৎসব ‘মাছ হাট’। স্থানীয়ভাবে উৎসবটি ‘হাট উৎসব’ নামে পরিচিত।
শনিবার মনু নদীর হাজিপুর ইউনিয়নের মনু এলাকার মাহতাবপুর থেকে মাছ ধরা শুরু হয়। সকালে নানা এলাকার বাসিন্দারা জাল নিয়ে নদীতে নেমে পড়েন।
নদীর বিভিন্ন বাঁকে যেখানে ডহর (গভীরতা) রয়েছে সেসব স্থানে এ হাট উৎসব চলবে।
সৌখিন ও পেশাদার শিকারিরা পলো, কুচা, ঝাকি জাল, প্লেন জাল, টানা জাল নিয়ে নদীতে মাছ শিকারে আসেন। কেউ নৌকায়, কেউ কলাগাছের ভেলায় চেপে, আবার কেউ নদীতে নেমে মাছ ধরা শুরু করেন।
এ দৃশ্য দেখতে দূরদুরান্ত থেকে লোকজন এসে জড়ো হন। মাছ ধরা দেখার পাশাপাশি মাছ কিনেও নিয়ে যান অনেকে।
শুরুর দিন মৌলানা কামরুল ইসলাম নামে এক ব্যক্তি ৪ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরেন। তিনি নিউজবাংলাকে বলেন, মাছটি পেয়ে তিনি বেজায় খুশি, এভাবে যেন অন্যরাও মাছ পায় সে কামনাও করেন তিনি।
রুমান আহমদ নামে এক প্রবাসী বাড়িতে এসে নামেন মাছ শিকারে। তিনি আড়াই কেজি ওজনের আইড় মাছ ধরেছেন। নিউজবাংলাকে তিনি বলেন, প্রবাস থেকে দেশে এসে মাছ শিকারের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি।
প্রথম দিন মনু রেল সেতুর পূর্ব স্থান থেকে সকাল ১০টায় শুরু হয় মাছ ধরা। জালে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। আইড়, ঘাঘট, বোয়াল, রুই, কালো বাউশ, বাছা, বাঁশপাতাসহ নানা জাতের দেশীয় মাছ।
দ্বিতীয় দিন রোববার সুজাপুর ছৈদল বাজার ডহরে মাছ ধরা হবে। হাজীপুর শরীফপুর পৃথিমপাশা সীমানার ধলিয়া বেলেরতল ডহরে মাছ ধরার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ উৎসব।