পাবনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
শনিবার দুপুরে নগরের অনন্ত মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় বিক্ষোভকারীরা বকুল শেখকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুল আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান প্রমুখ।শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।