কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করা যায়নি।
শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর নাফ নদী তীর থেকে প্রায় ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান দেশে ঢুকছে এমন খবরে শুক্রবার রাতে খারাংখালী এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে ছয় থেকে সাত জন মাদক চোরাকারবারিকে শামসু উদ্দীনের মাছের ঘেরের পশ্চিম দিক থেকে এগিয়ে আসতে দেখে তারা। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চারটি ছোট প্লাস্টিকের বস্তা উদ্ধার করে বিজিবি সদস্যরা। বস্তার ভেতরে মেলে এক লাখ পিস ইয়াবা।