বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরের বিবস্ত্র জিহ্বা কাটা মরদেহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ ডিসেম্বর, ২০২০ ১৪:৪০

‘শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। কেটে ফেলা হয়েছে জিহ্বা। আঘাতের চিহ্ন আছে গলা ও পায়ে।’

চুয়াডাঙ্গায় ছয়ঘরিয়া-বড়সলুয়া ঢমপুল মাঠ এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘ওই মাঠের পাশেই আখক্ষেত। তার পাশে খোলা জমিতে কিশোরের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ১২-১৩ বছর বয়সী ওই কিশোরের গলায় কাপড় জড়ানো ছিল। কেটে ফেলা হয়েছে তার জিহ্বা। আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার গলা ও পায়ে।

‘শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

ওসি জানান, কিশোরের পরনে গোলাপী রঙের ট্রাউজার ও গায়ে সাদা শার্ট ছিল। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর