চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিস থেকে এ প্রতীক দেয়া হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে এবং বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
তারেক আহম্মেদ জানান, নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচনে ৬৭ হাজার ৭৭৪ জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ৩২ হাজার ৮০৪ এবং মহিলা ৩৪ হাজার ৯৭০ জন।
এসময় নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়। অন্যথায় যথাযথ আইন প্রয়োগের কথাও জানান রিটার্নিং কর্মকর্তা।