শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এটি মেয়েটির হাতের লেখা চিরকুট বলে জানিয়েছে তার পরিবার।
উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকায় বাড়ি মেয়েটির।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মেয়েটির সঙ্গে পূর্বপাড়ার এক স্কুল ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। তখন ছেলেটি সম্পর্ক ভেঙে দিতে চায়। এতে সামাজিক হেনস্তার আশঙ্কায় মেয়েটি আত্মহত্যা করেছে বলে চিরকুটে লেখা আছে।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার মামলা করলে তারা আইনি ব্যবস্থা নেবেন।