নিখোঁজের নয় দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. জিসান নামের সাত বছরের শিশুর অর্ধগলিত মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন মরিষটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জিসান মরিষটেক গ্রামের ইলিয়াস শেখের ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, শিশুটির অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।
জিসানের স্বজনরা জানান, গত ১ ডিসেম্বর জিসান নিখোঁজ হয়। এরপর জিসানের বাবা বি আর স্পিনিং লিমিটেড কোম্পানির মালি ইলিয়াস শেখ একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের নয় দিন পর পাশের বাড়ীর একটি রান্না ঘরের কাছ থেকে জিসানের মরদেহ পাওয়া গেছে। আমরা নিহত জিসানে হত্যার বিচার চাই।