অভিযুক্ত কমলচন্দ্র কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি তার শারীরিক পরীক্ষা করা হবে।
যশোরে পঞ্চাশ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে আট বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কমলচন্দ্র কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই শিশুর বাবা জানান, ‘ষষ্ঠিতলা পাড়ার কমলচন্দ্র কর্মকার খেলার বল দেয়ার কথা বলে নিজের বাসায় ডেকে নিয়ে তার ছেলেকে ধর্ষণ করেন। বাসায় ফিরে সে পরিবারকে বিষয়টি জানায়।’
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক শেখ তাসমীম আলম বলেন, ‘কমলচন্দ্র কর্মকারকে আটক করা হয়েছে। নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই শিশুর শারীরিক পরীক্ষা করা হবে।’
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির বাবা।