শেরপুর পৌরশহর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে শহরের পশ্চিম গৌরিপুর মহল্লার নিজের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারগিস আক্তার পশ্চিম গৌরিপুর মহল্লার সোহেল রানার স্ত্রী। সোহেল রানা সদর উপজেলার একটি দোকানের কর্মচারী।
পুলিশ জানিয়েছে, নারগিস আক্তার ও তার স্বামী রানা নিজেদের টিনসেড বাসায় থাকেন। বুধবার রাত ৯ টার দিকে তাদের বাসায় রানার বাবা ও মা বেড়াতে আসেন। তখন নারগিস ও তার শ্বশুড়-শাশুড়ির সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওই রাতেই রানার বাবা-মা চলে যান।
বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে রানা বাসায় ফিরলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পান। এ সময় অনেক ডাকাডাকি পর কোনো সাড়া না পেয়ে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে নারগিসের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি।