কক্সবাজারের উখিয়া উপজেলায় শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বুধবার রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের টেকনাফ অংশের আবদুল্লাহ স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুরত আলম (৩২) কক্সসবাজার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলুদিয়া মরিচ্যার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদে মেরিন ড্রাইভ রোডের টেকনাফ অংশে অভিযান চালায় র্যাব-১৫ এর একটি দল। এ সময় সুরত আলমের কাছে থাকা শপিং ব্যাগ থেকে ১৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক সাড়ে ৬৩ লাখ টাকা। গ্রেফতার সুরত আলম দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে সারা দেশে বিক্রি করতেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
উখিয়া থানা পুলিশ জানিয়েছে, সুরতের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।