জয়পুরহাটে ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। আর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৯ নভেম্বর। ওই সম্মেলনে সামছুল আলম দুদুকে সভাপতি ও এসএম সোলায়মান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু।
জেলা কমিটির নতুন সভাপতি আরিফুর রহমান রকেট (বামে) ও সাধারণ সম্পাদক জাকির হোসেন (ডানে)। ছবি: নিউজবাংলা
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ।