বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরগঞ্জে হাম-রুবেলা টিকা পাবে আট লাখ শিশু

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২০ ১৬:৩২

সিভিল সার্জন জানান, কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সময় বাড়ানো হবে। এই কর্মসূচির জন্য পাঁচ হাজার ৮৫২ জন স্বেচ্ছাসেবক ছাড়াও সাত হাজার ১০৩ জন কর্মী প্রস্তুত আছেন।

কিশোরগঞ্জে আট লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

নয় মাস বয়স থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন।

টিকাদান কর্মসূচি ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় চলবে।  

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন মুজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নে ৮৭ হাজার ৫৯০ জন, বাজিতপুরের ১১টি ইউনিয়নে ৫২ হাজার ৬২৬ জন, করিমগঞ্জের ১১ টি ইউনিয়নে ৭২ হাজার ৯২২ জন, পাকুন্দিয়ার ১০ টি ইউনিয়নে ৫৪ হাজার ৯৬৫ জন, কটিয়াদীর ১০ টি ইউনিয়নে ৯০ হাজার ১০১ জন, ইটনার ৯ টি ইউনিয়নের ৫৪ হাজার ৬৮৩ জন, অষ্টগ্রামের ৮ টি ইউনিয়নে ৪৬ হাজার ৬৯৪ জন, কুলিয়ারচরের ৭ টি ইউনিয়নে ৪৮ হাজার ৯৮০ জন, তাড়াইলের ৭ টি ইউনিয়নে ৪৪ হাজার ৫১৪ জন, মিঠামইনের ৭ টি ইউনিয়নে ৩৭ হাজার ৫৫০ জন, হোসেনপুরের ৬ টি ইউনিয়নে ৫১ হাজার ৯৬৭ জন, ভৈরবের ৭ টি ইউনিয়নে ৫৬ হাজার ২৬৫ জন ও নিকলী উপজেলার ৭ টি ইউনিয়নে ৩৫ হাজার ৪৯৭ জন শিশু রয়েছে। এছাড়া বাজিতপুর পৌরসভায় ৬ হাজার ২৯৪ জন, কিশোরগঞ্জ পৌরসভায় ৩০ হাজার জন ও ভৈরব পৌরসভায় ৩০ হাজার ৬৫৭ জন শিশু রয়েছে। পৌরসভা বা ইউনিয়ন পরিষদের পুরাতন ওয়ার্ডের একটি ওয়ার্ডে প্রথম দুই সপ্তাহ এ কর্মসূচি চালানো হবে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও টিকাদান কর্মসূচি চলবে।

কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রয়োজনে সময় বাড়ানো হবে বলেও জানান সিভিল সার্জন। এই কর্মসূচির জন্য পাঁচ হাজার ৮৫২ জন স্বেচ্ছাসেবক ছাড়াও সাত হাজার ১০৩ জন কর্মী প্রস্তুত আছেন বলে জানান সিভিল সার্জন।

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

এ বিভাগের আরো খবর