যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম খালেদুর রহমান টিটো।
বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে টিটোর মৃত্যু হয়।
নিহত টিটো জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের বাসিন্দা।
টিটোর পরিবার জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে টিটো রান্নার তেল কিনতে বেতালপাড়া-হিংগারপাড়া গ্রামের সীমান্তে কালাম সর্দারের দোকানে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় থাকা আনারস প্রতীকের কর্মীরা তার ওপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
আশংকাজনক অবস্থায় টিটোকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। সকাল দশটার দিকে পথে নবীনগরে অ্যাম্বুলেন্সের মধ্যে টিটোর মৃত্যু হয়।
টিটোর চাচা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইন্তাজ মোল্যা অভিযোগ করে জানান, আনারস প্রতীকের প্রার্থীর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে টিটোর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রতীকে প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী ও ধানের শীষে শামছুর রহমান।
অন্যদিকে ভোট শুরুর আট ঘণ্টা আগে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের দীলু পাটোয়ারী।