নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মানবদেহের টুকরা টুকরা অংশ ছড়িয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নওগাঁর মান্দা উপজেলায় কয়েক টুকরা হয়ে যাওয়া দেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান নিউজবাংলাকে জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মানবদেহের টুকরা টুকরা অংশ ছড়িয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ওসি শাহীনুর জানান, মরদেহ প্রথমে থানায় নেয়া হয়। এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। তার পরিচয় এখনও জানা যায়নি।