সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে দলটির একাংশ সংবাদ সম্মেলন করেছে।
বুধবার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের রোহাইপুখুরিয়া এলাকায় এ সংবাদ সম্মেলনের
পর বিক্ষোভ মিছিল করে নতুন কমিটি গঠনের দাবিও জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি নেতা খালেদা জিয়া মুক্তি পরিষদের উপজেলা আহ্বায়ক রবিউল মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলাম, সদস্য সচিব আরমান হোসেন হাবিব ও উপজেলা তাঁতী দলের সভাপতি আলমাস আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক বলেন, ‘মনগড়া এই পকেট কমিটিতে একটি চক্র ত্যাগী নেতাদের বাদ দিয়েছে। সদ্যঘোষিত উপজেলা বিএনপি কমিটির আহ্বায়ক মাহফুজা খাতুন বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন করেছেন।
এর যথেষ্ট প্রমাণ সহকারে জেলা বিএনপিসহ দলের হাই কমান্ডের কাছে অভিযোগ দেয়া আছে। তারপরও তৃণমূলের কর্মীদের দাবি উপেক্ষা করে অনৈতিক সুবিধা নিয়ে এই কমিটি দেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দলের দুঃসময়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃত ৮-১০ জনকে এই কমিটিতে স্থান দেয়া হয়েছে। আর যারা দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছে তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি।