চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে বিজিবি।
তারা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার বাসিন্দা তারিফ হাসান (২৯) ও বেলগাছি গ্রামের সুমন মণ্ডল (৩৪)।
বুধবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে দর্শনা র ঈশ্বরচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, মাদক পাচারের গোপন সংবাদে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের চৌরাস্তায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করার জন্য সংকেত দেন বিজিবি সদস্যরা। তখন গাড়ি থেকে দুই জন পালিয়ে যান; আটক করা হয় দুই জনকে।
প্রাইভেটকার ও আটকৃতদের দেহ তল্লাশি করে একটি ধারালো ক্রিস, একটি ছুরি, একটি হকিস্টিক ও ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।