কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মানিকগঞ্জে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহিদ রফিক সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে এটি আবার ওই চত্বরে গিয়েই শেষ হয়।
দৌলতপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা সমাবেশে সঞ্চলনা করেন।
সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, ‘কুষ্টিয়ায় যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, তারা উগ্র মৌলবাদী গোষ্ঠী। স্বাধীনতাবিরোধী এই অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে।’
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়েছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননা করে প্রমাণ করেছে তারা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। আমরা তাদের প্রতিহত করব।’
সমাবেশে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন জেলার শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, ঘিওর উপজেলার অধ্যক্ষ হাবিবুর রহমান, সিঙ্গাইর উপজেলার মুশফিকুর রহমান খাঁন হান্নান, শিবালয় উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খাঁন জানু বক্তব্য রাখেন।