বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত দুই

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৯

পুলিশ জানিয়েছে, সাধন সেন বুধবার বিকেলে চৈতন্য দত্তকে নিয়ে মোটরসাইকেলে করে ভোমরা থেকে সাতক্ষীরা ফিরছিলেন। এ সময় গাংনিয়া ব্রীজের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে তাদের মোটসাইকেলের সংঘর্ষ হয়।

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যবসায়ী ও মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

বুধবার বিকালে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএণ্ডএফ এজেন্ট যশোর জেলার নওয়াপাড়ার সেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাধন সেন ও সাতক্ষীরা সদরের ভোমরা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক কবীর হোসেন। তিনি ভোমরার বাবর আলীর ছেলে।

ভোমরা বন্দরের ওসি বিশ্বজিৎ সরকার জানান, সাধন সেন বুধবার বিকেল চৈতন্য দত্তকে নিয়ে কবীর হোসেনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ভোমরা থেকে সাতক্ষীরা ফিরছিলেন। এ সময় গাংনিয়া ব্রীজের কাছে নবাতকটি স্থানে পৌঁছালে একটি ডিসট্রিল্ড ওয়াটার বহনকারি ইঞ্জিনচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভোমরাগামি ট্রাকের সঙ্গে তাদের মোটসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কবীর ও সাধন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চৈতন্য দত্তকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি বিশ্বজিৎ বলেন, ‘ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিভাগের আরো খবর