মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এমএম কামাল উদ্দিন (বাদশা মুন্সী)। নড়াইলের কালিয়া উপজেলার কামশিয়া গ্রামের এ বীর সেনানীর নামে তার বাড়ির সামনের সড়কের নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার সড়কটির নামফলক উন্মোচন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কামাল উদ্দিনের ছেলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এমএম ইমরুল কায়েস।
পোস্টে তিনি বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে বিভিন্ন স্থাপনার নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানরা সর্বোচ্চ সম্মানিত হোক, সর্বত্র ছড়িয়ে পড়ুক মহান মুক্তিযুদ্ধের চেতনা।’
বীর মুক্তিযোদ্ধা এমএম কামাল উদ্দিনের নামে সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা
১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি নড়াইলের কামশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন। তার বাবা মুন্সী আব্দুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের যশোর জজ কোর্টের জুরি বোর্ডের সদস্য এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ভারতে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশ নেন কামাল উদ্দিন। বিসিআইসির অধীন খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডে চাকরি শেষে বর্তমানে অবসরযাপন করছেন এই মুক্তিযোদ্ধা।
নড়াইলের কালিয়ায় মুক্তিযোদ্ধা এমএম কামাল উদ্দিন সড়কের নামফলক
বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মেয়ে সুলতানা রোজিনা ওয়ান ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার এবং ছোট ছেলে এমএম রাজিব বিল্লাহ রেলওয়ের রাজশাহী জেলা সংকেত প্রকৌশলী।
সন্তানদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কামাল উদ্দিনের স্ত্রী সুরাইয়া বেগম ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৭’ পান।