বরিশালে নিখোঁজের দুইদিন পর এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলার উজিরপুর উপজেলার পশ্চিম মশাং গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ঝর্ণা রানী মল্লিক (৪৫) পশ্চিম মশাং গ্রামের মৃত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ঝর্ণা সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা নিহতের বাড়ির একটি জাম গাছে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন।
ওসি আরও জানান, তার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।