কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার এক আসামিকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, মঙ্গলবার রাতে মো. নুরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি হত্যা মামলার ১০ নম্বর এজাহারভুক্ত আসামি।
এর আগে ১১ নভেম্বর রাতে আবদুল কাদের নামে আরেক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। পরে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়।
নুরুল ইসলাম মামলাটিতে গ্রেফতার হওয়া দ্বিতীয় আসামি। তিনি পেশায় স্থানীয় চৌয়ারা বাজারের ব্যবসায়ী।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিক তদন্তে জিল্লুর হত্যাকাণ্ডে নুরুল ইসলামের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তিনি জানান, বুধবার দুপুরে আসামি নুরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিল্লুর হত্যায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পিবিআই।
১ ডিসেম্বর মামলাটি সদর দক্ষিণ থানা থেকে পিবিআইয়ে হস্তান্তর করা হয়। বর্তমানে সংস্থাটি এর তদন্ত করছে।
১১ নভেম্বর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা পুরাতন সড়কে স্ত্রী ও সন্তানের সামনে জিল্লুর রহমান চৌধুরী নামে ওই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরদিন সদর দক্ষিণ থানায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসানকে প্রধান আসামি করে ২৪ জনের নামে মামলা করেন জিল্লুরের ভাই ইমরান হোসেন চৌধুরী। এতে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।
আরও পড়ুন: দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা