বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৯

বুধবার সকালে তেল নিয়ে যেতে এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় (সান্টিং) ওয়াগনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।

চট্টগ্রাম রেল স্টেশনে তেলবাহী ওয়াগন ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।

ওয়াগনটি তেল কোম্পানি থেকে জ্বালানি নিয়ে প্রতিদিন রাতে চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করে। প্রতিদিন সকালে চট্টগ্রামের দোহাজারীতে বিদ্যুৎকেন্দ্রে তেল নিয়ে যায় ওয়াগনটি।

বুধবার সকালে তেল নিয়ে যেতে এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় (সান্টিং) ওয়াগনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী। তিনি নিউজবাংলাকে বলেন, দোহাজারীগামী পিডিবির তেলবাহী ওয়াগনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। রেলওয়ের প্রকৌশলীরা দুপুর সাড়ে ১২টার দিকে সংস্কার করে লাইনটিতে ট্রেন চলাচলের উপযোগী করেন। 

রতন কুমার চৌধুরী বলেন, স্টেশন এলাকায় একাধিক রেল লাইন রয়েছে। তাই একটি লাইনে সমস্যা হলেও চট্টগ্রাম স্টেশন থেকে সব ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে গেছে। পাশাপাশি বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশনে এসেছে।

এর গত ২৪ অক্টোবর সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে দোহাজারী যাওয়ার পথে কালুরঘাট সেতুর আগে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। সেসময় ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছিল।

এ বিভাগের আরো খবর