যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে হাবুল্লাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল দেবনাথ (২৩) বাঘারপাড়ার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কনস্টেবল ছিলেন।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিকেলে গোপাল মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। পাইকপাড়া গ্রামের কাচারি বটতলা এলাকায় সামনে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।
মামলা পুলিশ করবে নাকি পরিবার করবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।