চেক হস্তান্তরের সময় রাইসুল উদ্দিন সৈকত বলেন, ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার মতো একটি মানবিক কাজের সহায়তায় ক্ষুদ্র পরিসরে অংশ নিতে পেরে আমি ধন্য।
প্রস্তাবিত চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।
সোমবার এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন অনুদানের চেক হস্তান্তর করেন হাসপাতালের উদ্যোক্তা দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকের হাতে।
চেক হস্তান্তরের সময় রাইসুল উদ্দিন সৈকত বলেন, ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার মতো একটি মানবিক কাজের সহায়তায় ক্ষুদ্র পরিসরে অংশ নিতে পেরে আমি ধন্য।
তিনি ভবিষ্যতে এই হাসপাতালে আরও সহায়তা করার আশ্বাস দেন।