অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তদন্তে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার দুদকের রাঙ্গামাটির সমন্বয় কমিটির সহকারী পরিচালক জিএম আহসানুল কবিরের নেতৃত্বে একটি দল এ অনুসন্ধান শুরু করে। এ দলে ছিলেন উপ-সহকারী পরিচালক নবিউল ইসলাম আবুল বাশার ও একজন কনস্টেবল।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন পদে জনবল নিয়োগে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। চলতি বছরের অক্টোবরে পাড়াকর্মী ও মাঠ সংগঠক নিয়োগ দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এসব নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত এক দশকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতিতে স্থানীয় জনপ্রতিনিধি জড়িত বলেও অভিযোগ আছে।
এদিকে, নানিয়ারচর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রকল্পেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী তদন্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অনেক অভিযোগ উঠেছে। প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে।’
তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্রসহ বিশেষ কিছু তথ্য চাওয়া হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুদককে জানায়, সংশ্লিষ্ট প্রকল্পে দায়িত্বে থাকা প্রকাশ কান্তি চৌধুরী এখন খাগড়াছড়িতে আছেন। তিনি ফিরলে কয়েকদিনের মধ্যে নথিপত্রসহ বিস্তারিত তথ্য জমা দেয়া হবে।