যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণ পাড়ায় বিস্কুট খাওয়া নিয়ে ঝগড়ায় সোমবার রাতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মেহেদি হাসান সাগর পেশায় রাজমিস্ত্রি। তিনি ওই এলাকার হানিফ শেখের ছেলে।
মঙ্গলবার শহরের জেলরোড এলাকায় পৌর কাউন্সিলরের বাড়ির পাশে থেকে মেহেদির (২৪) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে মেহেদির বন্ধু নয়নকে আটক করেছে পুলিশ।
মেহেদির বাবা হানিফ শেখ জানান, সোমবার রাতে নয়ন বিস্কুট চাইলে সাগর প্রথমে দিতে রাজি হননি। পরে প্যাকেট থেকে বিস্কুট কেড়ে নিলে সাগর নয়নকে লাথি মারে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। তবে তখন ঝামেলা মিটমাট হয়।
পরে রাত ১১টার দিকে নয়ন ও অন্য একজন বাড়ি থেকে সাগরকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ হন মেহেদি। স্বজনদের বাড়িতে খোঁজ করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। মঙ্গলবার সকালে মেহেদির মরদেহ উদ্ধার হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, কাউন্সিলর অপুর বাড়ির পাশেই মরদেহটি পড়ে ছিল। লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্যে মরদেহটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।