নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলন।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকেলেই তাকে আদালতে তোলা হয়। রফিকুলের পক্ষে আইনজীবী না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান আনিস জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হয়েছেন রফিকুল।
২ ডিসেম্বর রফিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশি দিয়েছিল আদালত।
গ্রেফতার রফিকুল ইসলাম ভূয়াপুর উপজেলার মমিনপুর গ্রামের প্রয়াত রমজান আলীর ছেলে।