মানিকগঞ্জে মাদক কারবারে জড়িত থাকায় আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন স্বামী মোন্নাফ শেখ। মঙ্গলবার মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার হয়ে হামিদা আক্তারও (২০) গেলেন কারাগারে। তারা সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বাড়ি থেকে হেরোইনসহ হামিদাকে গ্রেফতার করা হয়। বিকেল ৪টার দিকে তাকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদে দুপুর সাড়ে ১২টার দিকে গাড়াদিয়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ হামিদাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সিঙ্গাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তিনি আরও জানান, হামিদা ও তার স্বামী মোন্নাফ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। মাদক মামলায় মোন্নাফ কারাগারে রয়েছেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, হামিদার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।