চট্টগ্রাম বন্দরের আরও দুই একর জায়গা দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে নগরের বড়পুল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানে ১০০টি কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে দোকান ঘরসহ বিভিন্ন অবকাঠামো ছিল। উচ্ছেদ কার্যক্রমে তিনটি বুলডোজর ব্যবহার করা হয়।
অভিযানে বন্দরের অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ২০ জন আনসার সদস্য অংশ নেন।
মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, বড়পুল এলাকায় বন্দরের জায়গায় বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিলেন স্থানীয় দখলদাররা। কয়েকবার নোটিশ দিয়েও এই জায়গাগুলো দখলমুক্ত করা সম্ভব হয়নি। তাই অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করে দুই একর ভূমি দখলমুক্ত করা হয়েছে।
২ ডিসেম্বর চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর উত্তর পাড়ের ব্রিজঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অস্থায়ী দোকান উচ্ছেদ করে বন্দরের দুই একর জায়গা দখলমুক্ত করা হয়েছিল।