ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোররাতে ট্রাকে করে গাঁজা পাচারের সময় সফিউল হারুন (২৫) নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। গাঁজা বহনে ব্যবহার করা ট্রাকটিও এ সময় জব্দ করা হয়।
র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ভোররাতে কুমিল্লার কোতোয়ালি থানার আমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালায় র্যাব। অভিযানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় ট্রাকটির চালক মাদক ব্যবসায়ী সফিউলকেও আটক করা হয়।
জব্দ করা গাঁজা, মোবাইল ফোন ও টাকা
সফিউলের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার শেখের চক গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ নানা মাদকদ্রব্য সরবরাহ ও কেনা-বেচা করে আসছিলেন তিনি।
সফিউলের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করা হবে বলেও জানিয়েছে র্যাব।