ঘন কুয়াশায় পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশার কারণে মাঝ পদ্মায় যাত্রীসহ তিন ফেরি আটকা পড়েছে।
সোমবার রাতে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে নৌরুটটিতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল জানান, রাতে হঠাৎ করে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেছে। ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে পড়েছে। কুয়াশায় সামনের কোন কিছু দেখা যাচ্ছে না। তাই নৌদুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।