বরিশালে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু বরিশাল নগরীর দক্ষিণ ইছাকাঠি এলাকার মৃত হাশেম মাস্টারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রাতে বাড়ি থেকে পাঁচটি প্লাস্টিক বস্তাভর্তি এক হাজার ১৩ বোতল ফেন্সিডিলসহ বাচ্চুকে আটক করে র্যাব। পরে বাচ্চু ও তার সহযোগী রিপন মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন র্যাব ৮ এর ডিএডি আনিছুর রহমান।
২৮ দিন তদন্তের পর বিমানবন্দর থানার এস আই শাহ মো. আবদুল হালিম আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।
রাষ্ট্রপক্ষ নয় জনের সাক্ষ্য নেয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে বাচ্চুকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং দোষ প্রমাণ না হওয়ায় রিপন মিয়াকে খালাস দেয়া হয়।