৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছেন জেলার মানুষজন। শহরে বিদ্যুৎ বন্ধ করে মোমবাতি প্রজ্বলন করে সোমবার সন্ধ্যায় ব্ল্যাকআউট কর্মসূচি পালন হয়েছে। এই কর্মসূচি গত পাঁচ বছর থেকে পালন করে আসছেন জেলার মানুষজন।
সোমবার সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ বন্ধ রেখে পাঁচ মিনিট ধরে মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেছে জেলাবাসী।
শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড়, ঢাকা রোড ও নতুন বাজার সড়কে মোমবাতি জ্বালিয়ে ব্ল্যাকআউট কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। কর্মসূচি শেষে শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সন্ধ্যায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।