দুপুরে জয়গঞ্জ ঘাটের পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল ফারজানা। এ সময় নদী থেকে বালু নিয়ে ট্রাক্টর রাস্তায় ওঠার সময় তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
দিনাজপুরের বীরগঞ্জে নদীর ঘাটে খেলার সময় বালু বোঝাই ট্রাক্টরের (ট্রলি) ধাক্কায় ফারজানা আক্তার নামে এক চার বছরের শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকায় আত্রাই নদীর জয়গঞ্জ ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার ওই গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দুপুরে জয়গঞ্জ ঘাটের পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল ফারজানা। এ সময় নদী থেকে বালু নিয়ে ট্রাক্টর রাস্তায় ওঠার সময় তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ট্রাক্টরটি পালিয়ে গেছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।