চট্টগ্রাম নগরে বন্ধুদের আড্ডা চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে মো. মাহাবুব নামের এক যুবক খুন হয়েছেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুবের বাড়ি ফরিদপুরের পীরেরচর এলাকায়। তবে তিনি সপরিপারে জেলেপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম নিউজবাংলাকে (ওসি) জানান, রোববার রাতে মাহাবুব ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মাহাবুবকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মাহাবুবকে খুনের এ ঘটনায় তার স্ত্রী সেতারা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোমবার সকালে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।