মানিকগঞ্জে মাদকসেবনের দায়ে তিন জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা দু্ইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়ক এলাকার বাসিন্দা মশিউর রহমান, সদর উপজেলার নতুন বস্তি এলাকার কাইয়ুম খান ও বরিশাল কোতোয়ালি থানার কাশিমপুরের মহসিন মিয়া।
ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন নিউজবাংলাকে জানান, শহরের সেন্ট্রাল পার্কের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকসেবনরত ওই তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়। তা ছাড়া মশিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু জরিমানার টাকা দিতে না পারায় তাকে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের সবাইকে জেলে পাঠানো হয়।