নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাসের কর্মকর্তা-কর্মচারিদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তিতাসের সহকারী শাখা ব্যবস্থাপক মো. মেজবাউল হক বাদী হয়ে সোমবার সকালে ৩৩ জনের নাম উল্লেখ করে ৫০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন ।
এলাকায় অনেক অবৈধ সংযোগ আছে, এমন অভিযোগের ভিত্তিতে রোববার আড়াইহাজারের ঝাউগড়া উত্তরপাড়া এলাকায় অভিযানে নামে তিতাস কর্তৃপক্ষ। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ ও তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।
সংযোগ বিচ্ছিন্নের এক পর্যায়ে দুপুরে তিতাসের কর্মকর্তা-কর্মচারিদের লক্ষ্য করে হামলা চালায় একদল দুর্বিত্ত। ভাঙচুর করা হয় তিতাসের কয়েকটি গাড়ি। বেশ কয়েকজন কর্মকর্তা -কর্মচারী এসময় আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। আটক করা হয় ৭ জনকে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির আড়াই হাজার শাখার সহকারি ব্যবস্থাপক মো. মেজবাউল হক বলেন, ‘এলাকাটিতে অনেক অবৈধ গ্যাস সংযোগ আছে। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এসব সংযোগ ব্যবহার করছিলেন। সংযোগ বিচ্ছিন্ন করার এক পর্যায়ে হামলার শিকার হয়েছি আমরা।‘
আড়াই হাজার থানার পুলিশ পরিদর্শক শওকত হোসেন জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারসেল ছোঁড়া হয়েছে। ঘটনাস্থল থেকে আটক হয়েছেন ৭ জন। সোমবার সকালে ৩৩ জনের নাম উল্লেখ করে ৫০০ জনকে আসামী করে মামলা করেছে তিতাস কর্তৃপক্ষ।