টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের বাড়ি উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ূবুর রহমান নিউজবাংলাকে বলেন, অটোরিকশাটি উপজেলার সল্লা এলাকায় রেললাইন অতিক্রম করে মহাসড়কে উঠছিল। এ সময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়।
এতে অটোচালক গুরুতর আহত হন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনালের হাসপাতালের মর্গে রয়েছে।