নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মুদি দোকানির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার কাঠ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বিল্লাল হোসেনের বাড়ি ওই এলাকাতেই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার থেকে বিল্লাল নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর মাথা কেটে নিয়ে যায়। সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ওসি রফিকুল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।