চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগামী ট্রাকচাপায় সাবের আলী মোল্লা (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার ডুগডুগি পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাবেরের বাড়ি আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি ইজিবাইকে ডুগডুগি পশুহাটে যান সাবের। ইজিবাইক থেকে নামার পরই পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মাহাবুবুর রহমান বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই সাবেরের মৃত্যু হয়।
সাবেরের বাবা লিয়াকত আলী বলেন, ‘সকাল ১০টার দিকে গরু কেনার জন্য ডুগডুগি পশুহাটে যায় সাবের। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, চালক ও ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি।