বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ কারখানার গোডাউনে আগুন

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ১৪:১৫

রোববার রাতে কারখানার দ্বিতীয় তলায় তুলার গোডাউনে আগুন লাগে। পরে আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।

রাজধানীর উপকণ্ঠ সাভারে করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত আটটার দিকে আশুলিয়ার মাজার রোড এলাকায় জিং সেন নামের সুতা তৈরির কারখানাটিতে আগুন লাগে। রাত ১২টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানাটির শ্রমিকদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে ঝুট কাপড় থেকে তুলা তৈরির পর তা দিয়ে সুতা তৈরি করা হতো। করোনার মধ্যে কিছু দিন ধরে এটি বন্ধ ছিল।

রোববার রাতে কারখানার দ্বিতীয় তলায় তুলার গোডাউনে আগুন লাগে। পরে আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর হাসিবুর রহমান জানান, কারখানাটিতে তিন থেকে চারটি দরজা থাকলেও তারা একটি ব্যবহার করতে পেরেছেন। তাই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, তাদের চেষ্টায় আগুন গোডাউনের বাইরে ছড়াতে পারেনি। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে কারখানা ও এর ভেতরে থাকা মূল্যবান যন্ত্র।

হাসিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বের করা হবে।

এ বিভাগের আরো খবর