বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাগুরা মুক্ত দিবস

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ১৩:০০

৬ ডিসেম্বর মাগুরায় পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়। স্থলপথে মুক্তিবাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। একই সঙ্গে চলতে থাকে মিত্র বাহিনীর বিমান হামলা।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর মাগুরা জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়।

৬ ডিসেম্বর মাগুরায় পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়। স্থলপথে মুক্তিবাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। একই সঙ্গে চলতে থাকে মিত্র বাহিনীর বিমান হামলা।

হানাদার বাহিনী কামারখালী ঘাট (বর্তমান গড়াই সেতু) দিয়ে ঢাকার দিকে পালাতে শুরু করে। শত্রুমুক্ত হয় মাগুরা জেলা।

সাধারণ মানুষ লাল-সবুজের পতাকা নিয়ে মিছিল করতে থাকে। হাজারো মুক্তিকামী মানুষের ভিড় বাড়তে থাকে মাগুরার চৌরঙ্গী মোড়, ভায়না মোড়, ঢাকা রোড এলাকা, পারনান্দুয়ালী বেপারী পাড়াসহ যশোর সড়কের দিকে।

মুক্তিযুদ্ধের সময় মাগুরাকে তিন ভাগে ভাগ করা হয়। উত্তরে ছিল শ্রীপুরের আকবর বাহিনী। এ বাহিনীর নেতৃত্বে দেন আকবর হোসেন মিয়া। তাদের ঘাঁটি ছিল শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকায়। এ এলাকার মুজিব বাহিনীর প্রধান ছিলেন হাজিপুর গ্রামের আবুল খায়ের।

মাগুরার দক্ষিণ-পূর্ব দিকের রনাঙ্গন ছিল মোহাম্মদপুর উপজেলা। এর নেতৃত্বে ছিলেন বীর প্রতীক গোলাম ইয়াকুব। স্থানীয় মুক্তিবাহিনীর শক্তিশালী প্রতিরোধে পাকিস্তানি সেনারা পিছু হটে বোয়ালমারী উপজেলার দিকে যায়।

সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে ছিল তৃতীয় রনাঙ্গন। এ বাহিনীর নেতৃত্ব দেন কাজী আবু ইউসুফ।

যশোর সীমান্ত ঘেষে মাগুরা জেলার শালিখা উপজেলায় উল্লেখযোগ্য কোনো মুক্তিবাহিনী ছিল না। তবে এখানে সাবেক সংসদ সদস্য আবদুর রশিদ, গেরিলা কমান্ডার লিয়াকত হোসেনসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

৬ ডিসেম্বরে মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীর যৌথ আক্রমণ ঘটে শতখালি থেকে সীমাখালী এলাকায়। সে সময় রাতের অন্ধকারে পাকিস্তানি সেনারা মাগুরা শহর দিয়ে কামারখালী হয়ে ফরিদপুরে পালিয়ে যায়।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসনসহ জেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট করোনার সময়ে সীমিত পরিসরে নানা কর্মসূচি পালন করছে।

এ বিভাগের আরো খবর