বেপরোয়া গতিতে সিএনজি চালিত অটোরিকশা চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাহেব উল্যাহ নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় রোববার সকালে ঘটা ওই দুর্ঘটনায় আর তিন জন আহত হয়েছেন।
নিহত সাহেব উল্যাহ সেনবাগ উপজেলার জমিদারহাটের উত্তর লতিফপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশায় স্থানীয় কানকিরহাট থেকে সেনবাগ যাওয়ার পথে সেনবাগ-কানকিরহাট সড়কের ফকিরহাট নামক স্থানে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গুরুত্বর আহত সাহেব উল্যাহকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকেলে মারা যান তিনি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা সড়ক দুর্ঘটনায় আহত সাহেব উল্যাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।