বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মসজিদ থেকে ফেরা হলো না এসকেন্দারের

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ০০:২৯

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুর্ঘটনার কথা আমরা জেনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

বরিশালের বাকেরগঞ্জে বাড়ির পাশে মসজিদ থেকে ফেরার পথে পিছন থেকে আসা বাসের ধাক্কায় এসকেন্দার হাওলাদার নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের রুহিতারপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

অশীতিপর এসকেন্দার হাওলাদার রুহিতারপাড় গ্রামের মৃত মোনতাজ উদ্দীন হাওলাদারের বড় ছেলে।

নিহতের চাচাত ভাই বারেক হাওলাদার জানান, বাড়ির পাশেই বরিশাল-পটুয়াখালী মহাসড়কের অপরপ্রান্তে রুহিতারপাড় জামে মসজিদ থে‌কে বেরিয়ে রাস্তা পার হয়ে আসছিলেন তিনি। পথে একটি বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধাক্কা দিয়ে বাসটি দ্রুত গতিতে চলে যায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, 'দুর্ঘটনার কথা আমরা জেনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।'

এ বিভাগের আরো খবর