বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা, গুলি

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ২৩:৪৭

পুলিশ জানায়, বিকেলে তিতাস গ্যাসের কর্মীরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাসের পাঁচ কর্মকতা-কর্মচারী।

রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ ও তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযান পরিচালনা করেন। 

পুলিশ জানায়, বিকেলে তিতাস গ্যাসের কর্মীরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময়  ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন- উপজেলার ঝাউপাগড়া উত্তরপাড়া এলাকার মাহফুজ, জংশর আলী সাইফুল, শাবল, শাবলের ছেলে আকাশ, দক্ষিণপাড়া এলাকার ইয়াসিন ও আরিফ ও সাইফুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।  

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির আড়াই হাজার শাখার সহকারি ব্যবস্থাপক মেজবাউল হক বলেন, ‘অবৈধভাবে এই এলাকায় অনেক গ্যাস সংযোগ রয়েছে। স্থানীয় কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস লাইন ব্যবহার করছিল। দুপুরের পর থেকে সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছিল। এক পর্যায়ে এলাকার লোকজন হামলা করে। এতে বেশ কয়েক কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।’

আড়াই হাজার থানার পুলিশ পরিদর্শক শওকত হোসেন নিউজবাংলাকে জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকাবাসী ইটপাটকেল নিক্ষেপ করে। তিতাস গ্যাসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।’ 

এ বিভাগের আরো খবর