পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা।
রোববার দুপুরে পঞ্চগড় চিনিকলের ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিক ও কর্মচারীরা।
সভায় পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে।’
অবিলম্বে মিল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নবী হোসেনসহ অনেকে।
শিল্প মন্ত্রণালয় গত বৃহস্পতিবার দেশের ১৬টি চিনিকলের মধ্যে ছয়টিতে উৎপাদন ২০২০-২১ অর্থ বছরের জন্য বন্ধ ঘোষণা করে। এরমধ্যে পঞ্চগড় চিনিকল রয়েছে।