রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা চেয়ারম্যানের নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত দুই টার দিকে রূপকারী ইউনিয়নের পাকুজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন।
তিনি জানান, নিহত ব্যক্তি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার নিরাপত্তাকর্মী ছিলেন।
ওসি বলেন, রতন প্রিয় চাকমা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তার বাড়ি ঘিরে ফেলে ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সংস্কারবাদী জনসংহতি সমিতির সদস্য ছিলেন রতন প্রিয় চাকমা। তার মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তল্লাশি চালাচ্ছেন বিজিবি ও মারিশ্যা জোনের সদস্যরা।
থানা সূত্রে জানা গেছে, গেল দুই বছরে বাঘাইছড়িতে হানাহানিতে নিহত হয়েছে অন্তত ১৫ জন।