ফেনী সদর উপজেলায় আমজাদ হোসেন বাবলু হত্যা মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেছা এ রায় দেন। মো. ইউসুফকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস কারাদণ্ড দিয়েছেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু নিউজবাংলাকে জানান, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটের বাবলু হত্যা মামলায় গত ২৯ নভেম্বর যুক্তিতর্ক শেষ হয়। দণ্ডপ্রাপ্ত ইউসুফ কারাগারে আছেন। তাকে ৩০ বছর জেল খাটতে হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর ফকিরহাট বাজারে বাবলুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিন রাতেই ইউসুফকে আটক করে পুলিশ।
পরদিন ১৪ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলুর মৃত্যু হয়। ওই দিন তার বড় ভাই আমির হোসেন রিপন ফেনী মডেল থানায় ইউসুফের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ইউসুফের বাড়ি ওই ইউনিয়নের কাতালিয়া গ্রামে। মামলার পর তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
গ্রেফতারের পর ইউসুফ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়।
মামলার বাদী রিপন বলেন, ‘রায়ের কপি হাতে পেলে আমরা উচ্চ আদালতে যাব যাতে আসামির সর্বোচ্চ সাজা হয়।’
রায়ের সময় আসামিপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।