‘বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় দেড় লাখ পিস ইয়াবা।’
কক্সবাজারের বালুখালী থেকে ইয়াবার বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উখিয়ার রহমতেরবিল এলাকায় অভিযান চালায় বিজিবি।
বিজিবির এক কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা দেশে ঢুকছে এমন খবরে উখিয়ার পালংখালী থ্যাইংখালী রহমতেরবিল এলাকায় অবস্থান নেয় বিজিবির টহল দল। রাত ১১টা ১০ মিনিটের দিকে পাঁচ থেকে ছয় জন চোরকারবারীকে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে দেখেন টহল দলের সদস্যরা।
‘এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় দেড় লাখ পিস ইয়াবা।’